সংবাদ শিরোনাম

recent

নানা আয়োজনে দোয়ারাবাজারে জাতীয় সমবায় দিবস পালিত

 


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:

‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে দিবসের কার্যক্রম শুরু হয়। শুরুতেই জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ।

পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) সুশান্ত সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম, ইউআরসি উপজেলা ইনস্ট্রাক্টর কাওসারুল ইসলাম, পিআইও লুৎফুর রহমান এবং প্রকল্প কর্মকর্তা (প্রজীপ) শাহীনুর রহমান।

এছাড়াও সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, আব্দুর রশিদ, রিংকু কুমার দেব ও বাবুল চন্দ্র দাস প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠন সম্ভব। দেশের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।” তারা আরও বলেন, “পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমবায় একটি কার্যকর প্ল্যাটফর্ম, যা দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখে।”

নানা আয়োজনে দোয়ারাবাজারে জাতীয় সমবায় দিবস পালিত Reviewed by প্রান্তিক জনপদ on 11/01/2025 05:46:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.